জি এস টি আসার পর ট্যাক্সের কাজের এখন প্রচুর সুযোগ। কিন্তু ট্যাক্সের কাজ স্কুলে বা কলেজে শেখায় না , আর যারা এই কাজ জানেন তারা শেখাতে চান না । আমি সুপ্রিয় দত্ত গত ৩০+ বছর ট্যাক্সের কাজ করছি । আমি ট্যাক্সের কাজ শেখাই ও যারা কাজ করতে চান তাদের গাইড করি কারন এই কাজ ভাল করে শিখলে কাজের অভাব হবে না আর প্রচুর রোজগারের সুযোগ পাবেন। এত ভাল সুযোগ বার বার আসেনা, তাই এই সুযোগ হাতছাড়া করবেন না। আসুন কাজ শিখি আর কাজ করি একসঙ্গে।